টেকনাফে মিয়ানমার থেকে ১৯ টন চালের চালান

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-
প্রায় দুই বছর পর, মিয়ানমারের মংডু শহর থেকে চালানের প্রথম চালটি কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের জেটিতে এসে পৌঁছেছে। মঙ্গলবার সন্ধ্যায় ১৯ টন চাল ভর্তি একটি ট্রলার বন্দরে নোঙর করে।
বুধবার (১৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি জানান, এর আগে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর মেসার্স নিউ বড় বাজার শপিংমল কর্তৃক ২৩৭ টন চাল আমদানি করা হয়েছিল। এরপর থেকে মিয়ানমার থেকে কোনো চাল আমদানি হয়নি। দীর্ঘ দুই বছর পর, মেসার্স জিন্না অ্যান্ড ব্রাদার্সের অধীনে চালবাহী একটি ট্রলার স্থলবন্দরে এসে পৌঁছায়।
মেসার্স জিন্না অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী শওকত আলী চৌধুরী বলেন, স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ সেলিম ১৯ টন চাল নিয়ে এসেছেন। তবে খাদ্য অধিদপ্তরের তালিকাভুক্ত ১০২ জন ব্যবসায়ীর মধ্যে অনুমতি ও বৈধ কাগজপত্রের জটিলতা থাকায় চালগুলো এখনও সরবরাহ করা সম্ভব হয়নি।
এদিকে, টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা বি এম আব্দুল্লাহ আল মাসুম জানান, মংডু থেকে চাল বহনকারী ট্রলারটি বন্দরে নোঙর করেছে। আইজিএম জমা দেওয়ার পর পণ্য খালাস ও সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫