|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০০ অপরাহ্ণ

সীমান্তে সিসি ক্যামেরা সড়ালেও কড়া নজরদারিতে বিএসএফ


সীমান্তে সিসি ক্যামেরা সড়ালেও কড়া নজরদারিতে বিএসএফ


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম সীমান্তের নোম্যান্স ল্যান্ডে নিয়ম লঙ্ঘন করে বসানো সিসিটিভি ক্যামেরা সরালেও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাড়িয়েছে নজরদারি। ঘন ঘন টহলের পাশাপাশি বিএসএফ জওয়ানের সংখ্যাও দেখা গেছে বেশি। এতে সীমান্তঘেঁষা জমিতে কাজ করতে যেতে আতঙ্ক বোধ করছেন বাংলাদেশের কৃষকরা।
 

এর আগে ৯ ফেব্রুয়ারি রাত ২টার দিকে জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮-এর ৯-এস সাব পিলারের কাছের একটি গাছে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে বিএসএফ। এটি একটি পুরোনো মসজিদের দিকে ঘোরানো ছিল। ব্রিটিশ আমল থেকেই যেখানে ভারত-বাংলাদেশের বাসিন্দারা একসঙ্গে নামাজ আদায় করেন।
 

এ নিয়ে উত্তেজনা ছড়ালে গত মঙ্গলবার পতাকা বৈঠক করে বিএসএফ-বিজিবি। আলোচনার পর বিএসএফ রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরাটি সরায়। তবে পরদিন সকাল থেকেই কুড়িগ্রামের সঙ্গে ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে বিশেষ নজরদারি শুরু করে বিএসএফ। অবশ্য নদীপথের ৪০ কিলোমিটারে স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থায় দেখা যায়।

 
বুধবার সরেজমিন জেলার সীমান্ত এলাকায় দেখা যায়, ফুলবাড়ী, ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী অংশে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে বাড়তি বিএসএফ সদস্য। নদীপথে নৌকায় চলছে টহল। ভূরুঙ্গামারীর সোনাহাট ও রৌমারীর তুরা স্থলবন্দরেও চলছে বিশেষ তল্লাশি।

 

ফুলবাড়ীর শিমুলবাড়ি এলাকায় কৃষকদের পড়তে হয় নানা প্রশ্নের মুখে। এ ছাড়া নাগেশ্বরীর নারায়ণপুর চরে কাঁটাতারের বেড়া না থাকায় স্থানীয়রা আছেন আতঙ্কে। 


ভূরুঙ্গামারীতে ঝাকুয়াটারি নামে যে মসজিদ এলাকায় ক্যামেরা বসানো নিয়ে ঘটনার শুরু, সেখানে মুসল্লিদের চলাফেরায় নজরদারি ও কড়াকড়ি আরোপ করছে বিএসএফ। মসজিদের মুয়াজ্জিন আলমগীর হোসেন বলেন, লোকজন আতঙ্কিত। ক্যামেরা সরালেও বিএসএফ পাহারা দিচ্ছে।

 

স্থানীয় খোকন আলী বলেন, ‘ক্যামেরা সরানোর পর হামরা খুশি হইছি। কিন্তু সকাল থাকি যেভাবে জওয়ানরা পায়চারি করতেছে মনে হচ্ছে, তারা ঝগড়া করার জন্য রেডি হয়া আছে।’ 
 

কুড়িগ্রামে ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, জেলাজুড়ে ৩৭টি বিওপি ক্যাম্পে টহল জোরদার করেছে বিজিবি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫