|
প্রিন্টের সময়কালঃ ১০ এপ্রিল ২০২৫ ০২:০৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ আগu ২০২৪ ০৬:৩৮ অপরাহ্ণ

মহেশখালীতে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, সংঘর্ষের ঘটনা


মহেশখালীতে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, সংঘর্ষের ঘটনা


ঢাকা প্রেস
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:-


কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ বাচ্চুকে মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহুরিঘোনা এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় বাচ্চুর কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

বাংলাদেশ নৌবাহিনী এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রতিবাদে নামে এবং নৌবাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে সংঘর্ষের সৃষ্টি হয় এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে। তিনি আরো জানান, নৌবাহিনী এখনো আটককৃতকে থানায় হস্তান্তর করেনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫