|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৪ ০৫:৪১ অপরাহ্ণ

গাইবান্ধায় রাস্তার মোড়ে জমে উঠেছে শীতের পিঠার দোকান


গাইবান্ধায় রাস্তার মোড়ে জমে উঠেছে শীতের পিঠার দোকান


ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা প্রতিনিধিঃ-


 

গাইবান্ধা শহরে জমে উঠেছে চিতই ও ভাপা পিঠার মৌসুমি দোকানগুলো। সন্ধ্যা নামতেই শহরের পার্কমোড়, এক নম্বর ট্রাফিক মোড়, ফায়ার সার্ভিস মোড়, ঘাঘট লেকপাড়, রেল স্টেশনের দুই পাশ এবং জেলা পরিষদ মোড়সহ অন্তত ১০ থেকে ১৫ স্থানে বসে এসব পিঠার পসরা। রাত যত বাড়ে, ততই ভিড় বাড়ে পিঠাপ্রেমীদের।
 

 

শহরের বিভিন্ন পয়েন্টে অস্থায়ী পিঠার দোকানে দেখা মেলে সব শ্রেণি-পেশার মানুষের। কেউ আসেন একা, কেউবা পরিবারসহ। অফিস শেষে ক্লান্ত কর্মজীবী থেকে শুরু করে শীতের সন্ধ্যায় ঘুরতে বের হওয়া দম্পতি, শিক্ষক-শিক্ষার্থী, দিনমজুরসহ সবাই উপভোগ করছেন শীতের পিঠার স্বাদ।
 

শহরের পার্কমোড়ে ভাপা পিঠা খেতে আসা সরকারি চাকরিজীবী আশরাফ আলী বলেন, প্রত্যেক বছর শীতের সময় এখানে পিঠার দোকান বসে। কর্মব্যস্ত দিন শেষে স্ত্রী-সন্তানদের নিয়ে পিঠা খেতে এসেছি। খুব ভালো লাগছে।
 

পিঠাপ্রেমী রনি মিয়া বলেন, পিঠা ছাড়া শীত যেন অপূর্ণ মনে হয়। এখানে চালের গুঁড়ার সঙ্গে খেজুরের গুড়, নারকেল, বাদাম, কিশমিশ ও জয়ফলসহ নানা উপকরণে পিঠা তৈরি হয়, যা খেতে অসাধারণ লাগে।
 

এক নম্বর ট্রাফিক মোড়ের পিঠার দোকানগুলোতে ব্যস্ততা থাকে বেশি। এখানে পিঠা খেতে আসা সদ্য বিবাহিত সিরাজ-শামীমা দম্পতি বলেন, বিষণ্নতা কাটাতে বিকেলে বের হয়ে পিঠার দোকানে এসেছি। চিতই পিঠার সঙ্গে সর্ষে ভর্তা ও ধনেপাতা ভর্তা খেতে দারুণ লাগছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫