|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৪৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ জুন ২০২৪ ০৭:৫৪ অপরাহ্ণ

দূর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত 


দূর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত 


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


ঢকা প্রেসঃ

আজ ০২ জুন ২০২৪, রবিবার  দূর্নীতি দমন কমিশনের মাননীয় সচিব জনাব খোরশেদা ইয়াসমীন মহোদয় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহোযোগিতায় দূর্নীতি দমন কমিশনের আয়োজনে ১৬৬ তম গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

 

এর আগে মাননীয় সচিব মহোদয় গত ০১ জুন ২০২৪ বিকালে কুড়িগ্রাম সার্কিট হাউজে উপস্থিত হোন। কুড়িগ্রাম জেলা পুলিশ মাননীয় সচিব মহোদয়ের ২ দিনের কুড়িগ্রাম জেলা সফরের বিভিন্ন অনুষ্ঠানে প্রটেকশন ও প্রটোকল নিশ্চিত করেন। 

 

উক্ত গণশুনানিতে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন, দূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক জনাব মোঃ আক্তার হোসেন,  পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রংপুর বিভাগের দূর্নীতি দমন কমিশনের পরিচালক জনাব তালবুর রহমান, কুড়িগ্রাম দূর্নীতি দমন কমিটির সভাপতি জনাব মোঃ আফতাব উদ্দিন সহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের সম্মানিত নাগরিকবৃন্দ।

 

"রুখবো দূর্নীতি, গরবো দেশ হবে সোনার বাংলাদেশ" এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম শেখ রাসেল পৌর অডিটরিয়ামে সকাল ০৯:০০ ঘটিকা থেকে দুপুর ০৩:০০ ঘটিকা পর্যন্ত দূর্নীতি দমন কতৃক ১৬৬ তম গণশুনানিতে কুড়িগ্রাম জেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত নাগরিকবৃন্দ কুড়িগ্রাম জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের বিরুদ্ধে তাদের অভিযোগ তুলে ধরেন এবং সম্মানিত প্রধান অতিথি তাদের অভিযোগ শুনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দায়িত্বশীলদের নির্দেশনা প্রদান করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫