|
প্রিন্টের সময়কালঃ ০২ অক্টোবর ২০২৫ ০৪:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৬:১৮ অপরাহ্ণ

চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান


চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান


জহিরুল ইসলাম লিটন, বিশেষ প্রতিনিধি (ভোলা):-


 

ভোলার চরফ্যাশন উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের মোট ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার রাতে আহম্মদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা জামায়াতের সাবেক বায়তুলমাল সম্পাদক ওমর ফারুকের নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেন। এ উপলক্ষে চরফ্যাশন ও মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের চরফ্যাশনের বাসভবনে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

অনুষ্ঠানে জামায়াত থেকে বিএনপিতে আসা নেতাকর্মীদের স্বাগত জানিয়ে নাজিম উদ্দিন আলম বলেন, “গণতন্ত্র রক্ষা ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যয় থেকেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন। এতে বিএনপি আরও শক্তিশালী হবে এবং আগামী নির্বাচনে বিজয়ের পথ সুগম হবে।”
 

জামায়াতের সাবেক নেতা ওমর ফারুক জানান, দুলারহাট এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট ছিলেন না। বিএনপির কর্মকাণ্ড জনগণের কাছে বেশি গ্রহণযোগ্য হওয়ায় তিনি নিজে এবং তাঁর নেতৃত্বে আরও ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। তিনি বলেন, “গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবসময় বিএনপির সঙ্গে থাকব।”
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ শতাধিক স্থানীয় নেতাকর্মী।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫