খুলনায় মধ্যরাতে যৌথ বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি, আহত কয়েকজন

ঢাকা প্রেস-অনলাইন ডেস্ক:-
খুলনায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে, যেখানে দুই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান।
রোববার (৩০ মার্চ) মধ্যরাতে নগরীর আরামবাগ এলাকায় সন্ত্রাসীদের আড্ডাখানায় অভিযান চালায় যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই বাড়িটি ঘেরাও করলে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। পাল্টা জবাবে যৌথ বাহিনীও গুলি চালায়, ফলে কয়েকজন আহত হন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এসি আজম খান জানান, অভিযানের সময় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে এবং একটি পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, "প্রথমে খবর পাই সন্ত্রাসীরা সেখানে বৈঠক করছে। দ্রুত অভিযান চালিয়ে তাদের ঘেরাও করি এবং যৌথ বাহিনীর সহায়তা নিই। অভিযানের সময় সন্ত্রাসীরা আমাদের ওপর গুলি চালালে কয়েকজন আহত হন, যাদের হাসপাতালে পাঠানো হয়েছে।"
তিনি আরও জানান, এখনো সন্ত্রাসীদের প্রতিরোধ অব্যাহত রয়েছে এবং বাহিনী সতর্ক অবস্থানে আছে। অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫