চট্টগ্রামে প্রাচিকসের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‘চিকিৎসা প্রবাহ’ উন্মোচন, কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা
হোসেন বাবলা, চট্টগ্রামে, ঢাকা প্রেস

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন পেশাজীবীদের ঐতিহ্যবাহী সংগঠন প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতি (প্রাচিকস)-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ‘চিকিৎসা প্রবাহ’ উন্মোচন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর থেকে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. মারুফ রহমান মনূ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম জেলা সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. মো. নূরুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. আলমগীর, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি লি. এর জিএম পুলক পারিয়াল, শেভরনের পরিচালক অশেষ কুমার উকিল ও মো. আজাদ রহমান, বন্দর ল্যাবের চেয়ারম্যান হাজী মো. আব্দুল জব্বার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাসংগঠক মো. শাহেদ এবং শেভরন হাসপাতাল গেট ইনচার্জ নারায়ণ দে বর্মন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ‘চিকিৎসা প্রবাহ’-এর সম্পাদক ডা. মো. কামাল উদ্দিন, সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক কে এম মাজহারুল হক, সাবেক সভাপতি হেকিম মো. সেলিম রেজা, সহ-সভাপতি ডা. পি কে দাশ, সাবেক সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, ডা. রতন দাশ, সহ-সাধারণ সম্পাদক উত্তম কুমার মজুমদার, সিনিয়র কার্যকরী সদস্য এম এ মনসুর আলম, ডা. মেজবাহ উদ্দিন, রফিকুল ইসলাম, মো. মাহফুজ রহমান, সাবেক অর্থ সম্পাদক ডা. উদয়ন কান্তি মিত্র, মো. নেছার উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. নূরুল আলম বলেন, তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় প্রাচিকসের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। দীর্ঘদিন ধরে নন-গ্র্যাজুয়েট পেশাজীবী সংগঠন হিসেবে গণমানুষের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবায় কাজ করে সংগঠনটি সবার আস্থা অর্জন করেছে। তিনি প্রাচিকসের ভবিষ্যৎ কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং বিদায়ী প্রবীণ সদস্যদের গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬