ফরিদপুরে পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঢাকা প্রেস,ফরিদপুর প্রতিনিধি:-
ফরিদপুরের গৃহবধূ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওবায়দুর মোল্লা (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে সদরপুর উপজেলার একটি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ওবায়দুর মোল্লা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামের বাসিন্দা এবং ওয়াহেদ মোল্লার ছেলে।
থানা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ মার্চ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামে প্রবাসী আফসার মোল্লার স্ত্রী মনিরা বেগম (৩০)-এর মরদেহ বাড়ির পাশের গমখেতে পাওয়া যায়। গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মনিরা বেগমের ভাই রবিউল মোল্লা বাদী হয়ে পরদিন বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামি ছিলেন একই গ্রামের ওবায়দুর মোল্লা। মামলা নম্বর-১৮।
চলতি বছরের ২৪ মার্চ আদালত ওবায়দুরকে দোষী সাব্যস্ত করে ৩০২ এবং ২০১ এর (৩৪) ধারায় মৃত্যুদণ্ডের আদেশ দেন।
জানা যায়, নিহত মনিরার স্বামী প্রবাসে থাকার সুযোগে ওবায়দুরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে তারা চাচি-ভাতিজা হলেও সেই সম্পর্ক পরে তিক্ততায় রূপ নেয়। এর জেরে ২০১৯ সালের ১৫ মার্চ মনিরাকে শ্বাসরোধ করে হত্যা করেন ওবায়দুর। হত্যার পর তার মরদেহ গমখেতে ফেলে পালিয়ে যান।
বোয়ালমারী থানার উপপরিদর্শক আ. লতিফ মণ্ডল জানান, হত্যাকাণ্ডের পর থেকে পাঁচ বছর আত্মগোপনে ছিলেন ওবায়দুর। গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানার একটি এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, "ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওবায়দুরকে গ্রেপ্তারের পর বুধবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫