নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর অস্থিরতা: উপদেষ্টা আসিফ

ঢাকা প্রেস নিউজ
রাজনৈতিক দলগুলোর নির্বাচন কেন্দ্রিক অধৈর্যতা সরকারের সংস্কার কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনাজপুরের কাহারোল উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, "আমাদের আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল ফ্যাসিবাদী সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য নিরলস প্রচেষ্টা চলছে।"
তিনি আরও বলেন, "সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন প্রদান করলে, তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।"
এর আগে উপদেষ্টা উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় আসিফ মাহমুদ রংপুর বিভাগে বিগত সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অভাবের পেছনে তাদের অনাগ্রহকে দায়ী করেন এবং নির্দিষ্ট কিছু এলাকায় উন্নয়নের অসামঞ্জস্যতার অভিযোগও তোলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫