সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পাচিল সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকের মৃত্যু।
ঢাকা প্রেস
আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি:-
সাতক্ষীরার পৌর সাত নম্বর ওয়ার্ড খড়িবিলা নূরানী ক্যাডেট মাদ্রাসার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ শরিফুল ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুলের বাড়ি সাতক্ষীরা পৌর সাত নম্বর ওয়ার্ড রইচপুর এলাকায়। তিনি ওই এলাকার মোঃ বিল্লাল হোসেন ছেলে।
স্থানীয়রা জানায়, বিকালে, শরিফুল ব্যক্তিগত প্রয়োজনে এক প্রতিবেশীর বন্ধুর মোটরসাইকেল নিয়ে, তিন বন্ধু সাতক্ষীরা শহর এলাকায় যাওয়ার পথে। খড়িবিলা নূরানী ক্যাডেট মাদ্রাসা পাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পাচিল সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরে, স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার নেয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ইটাগাছ পুলিশ ফাঁড়ি এস আই সাইদুজ্জামান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পাচিল সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। ঘটনাস্থলে ইটাগাছ পুলিশ কর্মকর্তার উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম সম্পন্ন করছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫