|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৯:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ অক্টোবর ২০২৪ ০৯:৫২ অপরাহ্ণ

ধুনটে রিক্সা চালকের বাড়িঘর ভাঙচুর টাকা স্বর্ণালংকার ও গরু নিয়ে যাওয়ার অভিযোগ


ধুনটে রিক্সা চালকের বাড়িঘর ভাঙচুর টাকা স্বর্ণালংকার ও গরু নিয়ে যাওয়ার অভিযোগ


ঢাকা প্রেস
মোঃ নাজমুল হাসান,বিশেষ প্রতিনিধি:-


বগুড়া ধুনট সুলতানহাটা এলাকায় বাড়ির জায়গাকে কেন্দ্র করে রিক্সা চালকের বাড়িঘর ভাঙচুর করে টাকা স্বর্ণালংকার ও দুইটি গরু নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২ই অক্টোবর) সন্ধ্যা ৫ টার দিকে উপজেলার ২নং কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা গ্রামের এ ঘটনা ঘটে।


অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী মৃত আফছার প্রাং এর ছেলে আব্দুল সালাম ও মৃত আয়েন উদ্দিন এর ছেলে মোকছের আলী, মোজাহার আলী, জয়নাল ও তছলিম উদ্দিন এর সঙ্গে আফছার এর ছেলে শফিকুল ইসলাম এর বাড়ির জায়গাকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছে তারি জের ধরে গত ১২ই অক্টোবর সন্ধ্যার দিকে বিবাদী আব্দুস সালাম’সহ তাহার লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে হাতে লাঠিসোটা নিয়ে শফিকুল ইসলাম এর বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে তাহার স্ত্রী মিনা খাতুনকে উদ্দেশ্য করে অকথ্য অশ্লীল ভাষায় গালি গালাজ করতে থাকে তখন সে গালি গালাজ করতে নিষেধ করলে মিনা খাতুনকে কিলঘুষিসহ এলোপাতীভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে লিলা ফুলা জখম করে তখন ফুলেরা খাতুন ও বুলি খাতুন এগিয়ে আসলে তাদেরকে এলোপাতাড়ীভাবে মারপিট করে আহত করে। মারপিট, বাড়িঘর ভাঙচুর, টাকা, স্বর্ণালংকার ও দুইটি গরু নিয়ে যাওয়ার বিষয়ে শফিকুল ইসলাম গত শনিবার রাতে বাদি হয়ে ১৩ জনকে বিবাদী করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাহাঙ্গীর আলম জানান, সুলতানহাটা গ্রামের শফিকুল ইসলাম এর বাড়িঘর আসবাবপত্র ভাঙচুর, টাকা, স্বর্ণালংকার ও দুইটি গরু নিয়ে যাওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫