|
প্রিন্টের সময়কালঃ ২৬ অক্টোবর ২০২৫ ১১:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ অক্টোবর ২০২৫ ০৪:৫৫ অপরাহ্ণ

মুরাদনগরে কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


মুরাদনগরে কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


মো: কউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-



 

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে শনিবার দুপুরে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
 

সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা, একুশে পদকপ্রাপ্ত শিক্ষানুরাগী আলহাজ্ব আবুল হাশেমের কনিষ্ঠ পুত্র ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সামসুল আলম।
 

অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতার জ্যেষ্ঠ পুত্র ও প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মঈন।
 

এছাড়াও বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য ডা. ফারুক আজম, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ও আজিজুর রহমান, মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মুরাদনগর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন আহমেদ, এবং অভিভাবক মুসলেহ উদ্দিন প্রমুখ।
 

বক্তারা শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষক-অভিভাবক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা কলেজের শিক্ষার মান আরও সমৃদ্ধ করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫