|
প্রিন্টের সময়কালঃ ০৪ মে ২০২৫ ০৫:১৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:২৬ অপরাহ্ণ

এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী


এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী। তার নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা, সরকারি আমলা এবং বিভিন্ন পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ এ দিন এলডিপির পতাকাতলে একত্রিত হন।
 

শনিবার (১২ এপ্রিল) রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেওয়া হয়। এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম ফুলেল শুভেচ্ছার মাধ্যমে চৌধুরী হাসান সারওয়ার্দীকে দলে স্বাগত জানান।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ (অব.)।
 

এলডিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, চৌধুরী হাসান সারওয়ার্দীর মত অভিজ্ঞ সামরিক এবং কূটনৈতিক ব্যক্তিত্বের যুক্ত হওয়ায় দলের সাংগঠনিক ভিত্তি মজবুত হবে এবং রাজনৈতিক পরিমণ্ডলে দলের গ্রহণযোগ্যতা আরও বাড়বে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫