|
প্রিন্টের সময়কালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০১:০৯ অপরাহ্ণ

পদ সৃজন ও সমঝোতার মাধ্যমে নতুন রাজনৈতিক দলের অভ্যুদয়


পদ সৃজন ও সমঝোতার মাধ্যমে নতুন রাজনৈতিক দলের অভ্যুদয়


ঢাকা প্রেস নিউজ

 

শেখ হাসিনার পতন ঘটানো গণঅভ্যুত্থানের তরুণ নেতাদের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দলে সমঝোতার প্রচেষ্টা চলছে। দলটিতে 'প্রধান সমন্বয়কারী' নামে নতুন একটি পদ সৃষ্টি করে অভ্যন্তরীণ বিরোধ মেটানোর চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে, গতকাল বুধবার সংঘর্ষের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’, যা বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

 

নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়ে তরুণদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এর ফলে ইসলামী ছাত্রশিবিরের দুই সাবেক নেতা নতুন দলে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে, দলের নেতৃত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম।
 

আগামীকাল শুক্রবার বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, আর সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম আলোচনায় রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।
 

দলটির সদস্য সচিব পদ নিয়ে মতবিরোধ চলছিল। জাতীয় নাগরিক কমিটির (জানাক) আহ্বায়ক মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ উভয়েই এই পদে আগ্রহী ছিলেন। একপর্যায়ে সমঝোতার মাধ্যমে জুনায়েদকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও নাসীরুদ্দীনকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব করার সিদ্ধান্ত হয়েছিল।
 

কিন্তু নতুন একটি সূত্র জানায়, ‘প্রধান সমন্বয়কারী’ নামে একটি পদ সৃষ্টি করে নাসীরুদ্দীনকে সেখানে বসানো হবে। তবে এ বিষয়ে তিনি এখনো নিশ্চিত নন। জানাকের মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন, প্রধান সমন্বয়কারী পদ নিয়ে আলোচনা চলছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দল ঘোষণার আগেই সব সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

 

গতকাল রাজধানীর বাংলামটরে জানাকের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয়েছে, জানাক আর রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে না, এটি একটি প্ল্যাটফর্ম হিসেবে থাকবে। আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সমন্বয়ক ছাড়া অন্যান্য পদ বিলুপ্ত করা হবে।
 

এদিকে, ইসলামী ছাত্রশিবিরের সাবেক দুই সভাপতি নতুন দলে না থাকার ঘোষণা দিয়েছেন। ঢাবি শিবিরের সাবেক সভাপতি জুনায়েদ এবং রাফে সালমান রিফাত চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে গেছেন, যা জানাক থেকে স্পষ্টতই দূরত্ব তৈরি করেছে। জানাক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এ সফরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
 

সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন দল গঠন নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে। জুনায়েদ ও রাফে সালমান তাদের অবস্থান স্পষ্ট করে বলেছেন, তারা নতুন দলে থাকছেন না। জুনায়েদ তার পোস্টে উল্লেখ করেছেন, ‘আমি আগেই দলের নেতাদের জানিয়েছি, নেতৃত্ব নির্বাচনে বৈষম্যের কারণে আমি থাকছি না।’

 

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। তবে এটি সংঘর্ষের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করায় ছাত্রদের মধ্যে বিভক্তি আরও স্পষ্ট হয়ে উঠেছে।
 

তিন ঘণ্টার আলোচনার পর কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ আহসান সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
 

ঘোষণার সময় উত্তরা ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, বৈষম্য মানি না’ স্লোগানে বিক্ষোভ করে। সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হন, যার মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রী নাফসিন মেহেনাজ আজরিনও ছিলেন।
 

পরবর্তীতে, বিক্ষুব্ধ ছাত্ররা রাজধানীর বাংলামটর এলাকায় সড়ক অবরোধ করে। তারা দাবি করেছেন, যদি তাদের অভিযোগের সুরাহা না হয়, তাহলে আগামী ২৮ ফেব্রুয়ারি ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচি পালন করা হবে।

 

নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া এবং নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব ক্রমশ তীব্র হচ্ছে। পদ সৃষ্টি, নেতৃত্ব নির্বাচন এবং ছাত্র সংগঠনের মধ্যে বিভক্তির কারণে অভ্যন্তরীণ সমঝোতা এখনো নিশ্চিত হয়নি। আগামীকাল দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগেই সব সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫