|
প্রিন্টের সময়কালঃ ১৮ অক্টোবর ২০২৫ ০৪:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ অক্টোবর ২০২৫ ১২:১২ অপরাহ্ণ

জামালপুরের মাদারগঞ্জে কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত


জামালপুরের মাদারগঞ্জে কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত


মোঃ আলমগীর হোসাইন, জামালপুর প্রতিনিধি:-


 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে কৃষকদের অংশগ্রহণে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এলাকার আলহাজ্ব নুরুল ইসলামের বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে সুষম সার প্রয়োগ, পোকামাকড় ও রোগবালাই দমন, এবং ইঁদুর নিয়ন্ত্রণের কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 

বৈঠক শেষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমান স্থানীয় কৃষকদের সঙ্গে ধানক্ষেত পরিদর্শন করেন। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান ও রাজিব মিয়া, পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন,

“আমরা নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে কৃষকদের ফসলি জমি পরিদর্শন করছি। এরই ধারাবাহিকতায় আজ এখানে এসেছি। আমাদের কৃষকরা পরিশ্রমী ও দক্ষ, তবে কিছু ছোটখাটো ভুল থেকে যায়। এসব সংশোধন করতে পারলে উৎপাদন আরও বাড়বে এবং ফসলের মানও উন্নত হবে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫