|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০১:৩১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ ডিসেম্বর ২০২৩ ০৪:৩৩ অপরাহ্ণ

উ. কোরিয়ার সলিড-ফুয়েল চালিত ব্যালাসিস্টক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা দ. কোরিয়ার


উ. কোরিয়ার সলিড-ফুয়েল চালিত ব্যালাসিস্টক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা দ. কোরিয়ার


দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সলিড ফুয়েল চালিত একটি আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণের কঠোর নিন্দা জানিয়েছে। এটি ছিল পিয়ংইয়ংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা। সোমবার প্রেসিডেন্টের দপ্তর এ কথা জানিয়েছে। খবর এএফপির।

এ ব্যাপারে জাতীয় নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকের পর দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘সলিড ফুয়েল চালিত একটি আইসিবিএম উৎক্ষেপণ করে কোরীয় উপদ্বীপ এবং আন্তর্জাতিক কমিউনিটির শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে চরম হুমকি সৃষ্টি করায় উত্তর কোরিয়া কঠোরভাবে নিন্দা করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫