নরসিংদীতে উদ্ধারকৃত অস্ত্র র্যাবের কাছে হস্তান্তর

ঢাকা প্রেস নিউজ
গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সেনাবাহিনীর সফল অভিযানে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট), নরসিংদীর সেনা ক্যাম্পে এই উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র র্যাবের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে আয়োজিত এই হস্তান্তর অনুষ্ঠানে নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব র্যাব-১০ এর এএসপি এমজে সোহেলের কাছে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র হস্তান্তর করেন।
উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে নাইন মিমি পিকে ১৭টি, এসএমজি ৬টি, শর্টগান ১৬টিসহ বিভিন্ন মডেলের মোট ৬০টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় চার হাজার রাউন্ড গুলি। সেনাবাহিনীর দক্ষতা এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের ফলে এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে ক্যাপ্টেন মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন রকিবুল আলম, আব্দুল্লাহ হিল তাহমিদ এবং নরসিংদী জেলা প্রশাসনের সহকারি কমিশনার সারোয়ার আলমসহ সেনাবাহিনী ও র্যাবের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫