|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:০৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ জুলাই ২০২৪ ০৬:৩৯ অপরাহ্ণ

গাজীপুরে অপহরণের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার


গাজীপুরে অপহরণের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার


 গাজীপুর প্রতিনিধি, ঢাকা প্রেস নিউজ


গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় অপহরণের ৪ দিন পর বাড়ির পাশের কলাবাগান থেকে সাড়ে ৬ বছরের শিশু তামিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিক ধারণা: মুক্তিপণের জন্য হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 

ঘটনার বিবরণ: রোববার (৭ জুলাই) বিকেলে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় শিশু তামিম। স্বজনরা তাকে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পরের দিন, অপরিচিত নম্বর থেকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নিহতের বাবা মুক্তিপণের টাকা নিয়ে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন এলাকায় ঘোরেন কিন্তু অপহরণকারীদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন। বুধবার (১০ জুলাই) দুপুরে বাড়ির পাশের কলাবাগানে তামিমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
 

পুলিশের বক্তব্য: কোনাবাড়ি থানার উপপরিদর্শক কামরুজ্জামান লিটন বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে ঘটনার দিন বিকেলে তামিম বাড়ির পাশে খেলছিল। পরে তার খোঁজ মেলে না। মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
 

মৃত্যুর কারণ: ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হবে। তবে, প্রাথমিক ধারণা হল মুক্তিপণের জন্য তাকে হত্যা করা হয়েছে।

 

নিহত তামিম ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মাটিজাপুর গ্রামের নাজমুলের ছেলে। তার বাবা কোনাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যবসা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫