মুরাদনগরে কৃষাণীসহ ২৫ জন কৃষকের হাতে-কলমে প্রশিক্ষণ সম্পন্ন
                    আবুল কালাম আজাদ ভূইয়া, কুমিল্লাঃ-
 

 
কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ধামঘর গ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার ফিল্ড স্কুল’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান। এ কর্মসূচিটি বাস্তবায়িত হয়েছে ২০২৫-২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক মিজানুর রহমান, সিনিয়র মনিটরিং অফিসার সারোয়ার জামান (পার্টনার প্রোগ্রাম, কুমিল্লা)। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, এবং সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর আলম।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাজেরা বেগম ও নাসির উদ্দিন।
 
বক্তারা বলেন, আধুনিক কৃষি ব্যবস্থায় সুষম সার প্রয়োগ, কৃষির বাণিজ্যিকীকরণ এবং বীজ উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিতে হবে। কৃষিকে লাভজনক পেশা হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
১০ দিনব্যাপী এ প্রশিক্ষণে ২৫ জন কৃষক ও কৃষাণীকে হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মধ্যে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী হিসেবে প্রথম স্থান অর্জন করেন কৃষাণী তানজিলা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫