পাটকেলেশ্বরী শিশু বিদ্যাপীঠের নবনির্মিত ভবন এর শুভ উদ্বোধন অনুষ্ঠান

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধিঃ-
বুধবার ১৬ এপ্রিল বেলা ১২টায় সাতক্ষীরার পাটকেলঘাটায় পাটকেলেশ্বরী শিশু বিদ্যাপীঠের নবনির্মিত ভবন এর শুভ উদ্বোধন অনুষ্ঠান ও পাটকেলেশ্বরী তীর্থ ক্ষেত্রের দাতা, আজীবন ও মরণোত্তর সদস্য বৃন্দের সম্মাননা প্রদান ও শিশু বিদ্যাপীঠ ২০২৪ এর কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে।
এসময় ডা: বাবু প্রতাপ কুমার কাশ্যপী,সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবু চিত্ত রঞ্জন মজুমদার, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, শিক্ষানুরাগী ও সভাপতি পাটকেলেশ্বরী কালী মন্দির (তীর্থক্ষেত্র) তিনি বলেন, আমি সর্বমোট ৮ থেকে ১০টা শিক্ষা প্রতিষ্ঠান করেছি, কিন্তু আমার এলাকায় পাটকেলেশ্বরী শিশু বিদ্যাপীঠের নবনির্মিত ভবন এর শুভ উদ্বোধন করতে পেরে আমি অনেক খুশি। তিনি আরও বলেন, সমাজে যারা ধনাঢ্য ব্যক্তি আছে তাদের সমাজের কিছু দায়িত্ব আছে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান করা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানুষের সাহায্য করা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা, তালা, সাতক্ষীরা। ড,অশোক কুমার পাল সাবেক চেয়ারম্যান বাংলাদেশ পরমাণু কমিশন। বিশেষ অথিতি অধ্যাপক ডক্টর সুতাপ ঘোষ,সহোযোগি অধ্যাপক ডা: প্রবীর কুমার দাশ। নারায়ণ চন্দ্র মজুমদার,সাধারণ সম্পাদক তালা উপজেলা পুজা উদযাপন পরিষদ, মো: শাহিনুর রহমান এএসপি সার্কেল তালা। ডা: মধুসূদন মন্ডল, ডাঃ বিপুল হালদার, গোবিন্দ সাধু,সুকুমার ঘোষ দেবদাস কর্মকার,অলিক পাল সহ এলাকায় গণ্য মান্য ব্যক্তি গন এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫