|
প্রিন্টের সময়কালঃ ২৯ এপ্রিল ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ এপ্রিল ২০২৫ ০১:৪১ অপরাহ্ণ

মেরাদিয়ায় গরুর হাট বন্ধের নির্দেশ হাইকোর্টের


মেরাদিয়ায় গরুর হাট বন্ধের নির্দেশ হাইকোর্টের


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাজধানীর বনশ্রীর মেরাদিয়া এলাকায় এবারের কোরবানির ঈদে গরুর হাট বসবে না। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃক ঘোষিত হাটের বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রায়টি এসেছে বনশ্রীর স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন সিকদারের দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে।
 

রিটকারীর আইনজীবী জানান, ডিএনসিসি মেরাদিয়া এলাকাকে খালি জায়গা হিসেবে দেখিয়ে হাট বসানোর বিজ্ঞপ্তি জারি করেছে, যা বাস্তবতা বিরোধী। এলাকাটি মূলত আবাসিক, এবং পূর্বে হাট বসানোর কারণে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। জনস্বার্থে এই রিট আবেদন করা হলে হাইকোর্ট তা আমলে নেয়।
 

এই আদেশের ফলে মেরাদিয়া এলাকায় এবার পশুর হাট বসানো সম্ভব হবে না।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫