|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০২:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ ডিসেম্বর ২০২৪ ০৮:১৮ অপরাহ্ণ

কবি হেলাল হাফিজ চিরনিদ্রায় শায়িত


কবি হেলাল হাফিজ চিরনিদ্রায় শায়িত


ঢাকা প্রেস নিউজ
 

প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজকে শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
 

তার আগে, বেলা সাড়ে ১১টায় বাংলা একাডেমিতে তার প্রথম জানাজা এবং দুপুর দেড়টায় জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
 

উল্লেখ্য, কবি হেলাল হাফিজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগের সুপার হোমে বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং রক্তক্ষরণ হয়। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
 

দীর্ঘদিন ধরে তিনি গ্লুকোমা, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ুর সমস্যায় ভুগছিলেন।
 

হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হয়, যা ৩৩ বারেরও বেশি পুনর্মুদ্রিত হয়েছে। কবিতার পাশাপাশি তিনি দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেন।
 

স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তার লেখা 'নিষিদ্ধ সম্পাদকীয়'র বিখ্যাত পঙক্তি ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’ আন্দোলনকামীদের কণ্ঠে স্লোগান হয়ে ধ্বনিত হয়েছিল।
 

২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তিনি খালেকদাদ চৌধুরী পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫