|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১৯ অপরাহ্ণ

ধানমন্ডিতে ডাকাত আতঙ্ক: মসজিদে মাইকিং, পুলিশের ভিন্ন ব্যাখ্যা


ধানমন্ডিতে ডাকাত আতঙ্ক: মসজিদে মাইকিং, পুলিশের ভিন্ন ব্যাখ্যা


ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় একদল তরুণের অবস্থানের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার রাত সাড়ে ৮টার দিকে শংকর আলী হোসেন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ১০-১২ জন যুবক জড়ো হলে, এলাকাবাসী তাদের সশস্ত্র দল মনে করে মসজিদে মাইকে ডাকাত প্রবেশের ঘোষণা দেন।
 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দলটি আশপাশের দোকানগুলোর সামনে অবস্থান করছিল, যা দেখে ব্যবসায়ীরা আতঙ্কে দোকান বন্ধ করে দেন এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যান। প্রায় পাঁচ-দশ মিনিট পর দলটি এলাকা ত্যাগ করে।
 

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা নিরাপত্তার জন্য পুলিশের সহযোগিতা চান। তবে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানিয়েছেন, ঘটনাস্থলে কোনো সশস্ত্র দল ছিল না।
 

তিনি বলেন, "ধানমন্ডি এলাকায় কয়েকটি মোটরসাইকেলে ১৫-২০ জন তরুণ আসে। সন্ধ্যা ৭টার দিকে তারা হাজী ইউসুফ হাইস্কুলের পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন ও নিজেদের মধ্যে কথা বলছিলেন। এ সময় এক ব্যক্তি ভুল বুঝে মসজিদের মুয়াজ্জিনকে ডাকাতের উপস্থিতির কথা জানান, যার ফলে মসজিদে মাইকিং করা হয়। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না এবং কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।”
 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে স্থানীয়দের মধ্যে একপ্রকার আতঙ্ক ছড়িয়ে পড়ে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫