|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ আগu ২০২৪ ০৫:১৩ অপরাহ্ণ

তারেক রহমান মানহানি মামলা থেকে খালাস


তারেক রহমান মানহানি মামলা থেকে খালাস


ঢাকা প্রেস
গোপালগঞ্জ প্রতিনিধি:-


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গোপালগঞ্জে দায়ের করা একটি মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন। মঙ্গলবার গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া এ আদেশ দেন।

 

২০১৪ সালে আওয়ামী লীগ নিয়ে কটূক্তি করার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ মানহানির মামলা দায়ের করেন। দীর্ঘ সাড়ে ৯ বছর পর এ মামলায় তারেক রহমান খালাস পেলেন।
 

একই আদালত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীসহ অন্যদের ফৌজদারি কার্যবিধির ২৪৯ ধারায় মারধরের মামলা থেকেও খালাস দিয়েছে।
 

গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী স্বপন কুমার ওঝা এসব তথ্য নিশ্চিত করেছেন।

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫