জাতীয় নাগরিক কমিটি শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে

ঢাকা প্রেস নিউজ
ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবারের পক্ষে জাতীয় নাগরিক কমিটি আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মামলা দায়েরের সময় কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিনসহ বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত থাকবেন। এছাড়া, এদিন কমিটিতে নতুন সদস্যদেরও পরিচয় করিয়ে দেওয়া হবে।
গত জুলাই ও আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় ১ হাজার ৫৮১ জন নিহত এবং ৩১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় প্রসিকিউশন অফিসে ৩৫টি এবং তদন্ত সংস্থায় ১৬টিসহ মোট ৫১টি অভিযোগ দায়ের হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫