|
প্রিন্টের সময়কালঃ ১৮ জুলাই ২০২৫ ০৭:০৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ মে ২০২৫ ০৩:৩২ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টার জাপান সফরে ৭টি সমঝোতা স্মারক সই হবে: পররাষ্ট্র মন্ত্রণালয়


প্রধান উপদেষ্টার জাপান সফরে ৭টি সমঝোতা স্মারক সই হবে: পররাষ্ট্র মন্ত্রণালয়


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী মঙ্গলবার (২৭ মে) রাতেই তিনি টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
 

সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
 

রুহুল আলম সিদ্দিকী জানান, ২৮ থেকে ৩১ মে পর্যন্ত চলবে এই সফর। এর অংশ হিসেবে বাংলাদেশ জাপানের কাছ থেকে এক বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাওয়ার পরিকল্পনা করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫