কিশোরগঞ্জে কালো কাপড় বেঁধে ছাত্রলীগের ঝটিকা মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি:-
কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (আজ) ভোরে সদর-পাকুন্দিয়া সীমান্তের পুলেরঘাট এলাকায় এ মিছিল বের হয়।
জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে শুরু হওয়া এই মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় ও কালো পতাকা। মিছিলকারীরা মুখে কালো কাপড় বেঁধে হঠাৎ করেই সড়কে নেমে আসে।
বিকেল তিনটার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের কয়েকটি ছবি শেয়ার করেন।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “আজ সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে ছাত্রলীগের একটি দল ঝটিকা মিছিল করেছে। পুলিশ খবর পেয়েই অভিযান চালায়, তবে তারা আগেই পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ সতর্ক রয়েছে।”
মিছিলের ব্যানারে লেখা ছিল—‘আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি’। তবে কোথাও স্মারকলিপি জমা দেওয়া হয়েছে কিনা—তা জানা যায়নি।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, “ছাত্রলীগ একটি নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন। এরা কীভাবে মিছিল করতে পারে? প্রশাসন কেন নির্বিকার?”
তিনি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও চিরুনি অভিযান চালানোর দাবি জানিয়ে বলেন, “যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫