|
প্রিন্টের সময়কালঃ ০১ মার্চ ২০২৫ ০৩:২৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৩৯ অপরাহ্ণ

মাধবপুরের যুগান্তরের রজত জয়ন্তী উৎযাপিত।


মাধবপুরের যুগান্তরের রজত জয়ন্তী উৎযাপিত।


মো ইপাজ খাঁ,বিশেষ প্রতিনিধি:-

 

শুরু থেকেই সত্য ও সাহসের সঙ্গে যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এখনো এ ধারা অব্যাহত রেখেছে। যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম ছিলেন একজন সৎ ও সাহসী মানুষ। তার প্রতিষ্ঠিত যমুনা গ্রুপের মাধ্যমে দেশের হাজার হাজার মানুষ জীবনজীবিকা নির্বাহ করছেন। যমুনা গ্রুপ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠায় এখানকার হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। যুগান্তর পত্রিকা প্রকাশ করে দেশের মিডিয়া অঙ্গনেও আলোড়ন সৃষ্টি করে। যে কারণে যুগান্তর শুরু থেকেই পাঠকপ্রিয় হয়ে ওঠে।


বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশের মানুষের আস্থা অর্জন করেছে।

 

১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২টায় মাধবপুর প্রেস ক্লাবে যুগান্তরের মাধবপুর প্রতিনিধি রোকন উদ্দিন লস্করের আয়োজনে যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা, অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন।

মাধবপুর প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান,থানার সেকেন্ড অফিসার এস আই সাহানুর সিনিয়র সহ সভাপতি হাজি মাসুকুর রহমান, পৌর বিএনপির সেক্রেটারি সাংবাদিক আলাউদ্দিন আল রনি,পৌর জামায়াতের সভাপতি আব্দুর রহমান সোহাগ,সেক্রেটারি আব্দুস সামাদ মানিক,ছাত্র সমন্বয়ক এমদাদুল হক মিলন,সাবেক সভাপতি শংকর পাল সুমন ক্লাবের সহ সভাপতি আবুল খায়ের ,যুগ্ন সম্পাদক আলমগীর কবির ,,সাংবাদিক জুলহাস উদ্দিন রিংকু ,আব্দুল হাফিজ ভুইয়া,যুবদল নেতা জনি পাঠান,সুহেল মাহমুদ প্রমুখ। সঞ্চালনা করেন প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫