কুমিল্লায় হাইওয়ে থানায় সংঘর্ষ: পুলিশ কনস্টেবল নিহত

ঢাকা প্রেস
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় রোববার দুপুরে সংঘটিত হিংসাত্মক ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন এবং থানায় ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। দুপুর ১২টার দিকে হঠাৎ একদল বিক্ষোভকারী থানায় ঢুকে ভাংচুর শুরু করে। পুলিশ বাধা দিতে গেলে তাদের উপর হামলা চালানো হয়। এসময় শেরপুর জেলার বাসিন্দা কনস্টেবল এরশাদ আলীকে পিটিয়ে হত্যা করা হয়।
হামলাকারীরা থানার ওসি মনজুর আহমেদ মোল্লার কক্ষে প্রবেশ করে তাকেও আহত করে এবং থানার অস্ত্রশস্ত্র লুট করে নিয়ে যায়। পরে তারা থানায় আগুন ধরিয়ে দেয়।
এই ঘটনায় স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫