না ফেরার দেশে চলে গেলেন গনঅধিকার পরিষদের নেতা মো:রতন হাজী
ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ মহানগর গনঅধিকার পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ রতন হাজী (৫৫)। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন।মরহুম মোহাম্মদ রতন হাজী গঙ্গাপুর কাঁচপুর এলাকার বাসিন্দা ছিলেন।শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁও পৌরসভার মাঠে জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বিনির্মানে গন আকাঙ্খার রাজনীতি শীর্ষক আলোচনা সভা সফল উদ্দেশ্যে নেতা কর্মীদের নিয়ে আসার সময় সোনারগাঁও চৌরাস্তার মোর আসলে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পরলে তাকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।পরবর্তীতে চিকিৎসকের সাথে কথা বলে যানাযায় তার হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কারনে তার মৃত্যু ঘটে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জ মহানগর গনঅধিকার পরিষদের নেতৃবৃন্দসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫