ফরিদপুরে স্বেচ্ছাশ্রমে চলছে পরিচ্ছন্নতা অভিযান কুমার নদে

ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কুমার নদে চলছে কচুরিপানা পরিস্কার অভিযান। নদের তিন কিলোমিটার অংশে ১০টি স্থানে পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবীসহ কয়েকশ শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন। আজ শনিবার (১৭ জুন) সকাল সাতটায় শহরের বিসর্জন ঘাট সংলগ্ন এলাকায় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এ অভিযানের উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, পৌরমেয়র অমিতাভ বোস প্রমুখ।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, পরিচ্ছন্নতা অভিযানের পর কুমার নদে কেও ময়লা আবর্জনা ফেললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নদীর দুইপাড়ে অবৈধ দখলে থাকা স্থাপনাও ভেঙে ফেলা হবে।
শহরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে কুমার নদের নাব্যতা ফিরিয়ে আনা ও নদের পানি ব্যবহারযোগ্য করে তুলতে জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করছে। এ কার্যক্রমে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা সহযোগিতা করছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫