|
প্রিন্টের সময়কালঃ ২৩ জানুয়ারি ২০২৫ ০৫:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৫ ০৬:৪৫ অপরাহ্ণ

ফুলরাজ্যে হাইওয়ে পুলিশের ডিআইজি জাকারিয়ার মতবিনিময় সভা 


ফুলরাজ্যে হাইওয়ে পুলিশের ডিআইজি জাকারিয়ার মতবিনিময় সভা 


ঢাকা প্রেস
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধি:-


যশোরের ঝিকরগাছার 'গদখালী ফুলের রাজ্যে' সুশৃঙ্খল সুরক্ষিত নিরাপদ মহাসড়ক নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট বিভিন্ন পেশার কর্মজীবীদের নিয়ে,খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি জাকারিয়া মতবিনিময় সভা করেন।

 

 

২২ শে জানুয়ারী বুধবার বেলা ১২ টার সময় ঝিকরগাছার গদখালী বাজারে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে ও কুরআন তেলোয়াতের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

  


 

উক্ত মতবিনিময় সভায় খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি মোঃ জাকারিয়া শ্রমিকদের উদ্দেশ্যে করে বলেন, দ্রুতগতিতে গাড়ি চালানো বা হাইডলিং হর্ণ না বাজানো এবং মহাসড়কের উপর অবৈধভাবে তিন চাকার গাড়ি চলাচল না করার নিষেধাজ্ঞা দেন।

 


 

তিনি আরও বলেন, ঝিকরগাছা বাজার, গদখালী বাজার, নাভারন বাজার ও বেনাপোল স্থলবন্দরের মহাসড়কের পাশে অবৈধভাবে দোকান পাট সরিয়ে নেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশনা দেন, নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রোকনুজ্জামানের প্রতি।

 

পরে মতবিনিময় সভা শেষে,নাভারণ হাইওয়ে থানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে করে, নওয়াপাড়া হাইওয়ে থানায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। 

 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, যশোর সহকারী পুলিশ সুপার মোঃ নাসিম খান,নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রোকনুজ্জামান রোকন,এসআই মোঃ ইউসুফ শেখ,এসআই মোঃ আজিজুল, এসআই মোঃ সালাউদ্দিন,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী,ঝিকরগাছা প্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইব্রাহিম, গদখালি বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ গণমাধ্যম কর্মীগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫