|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪১ পূর্বাহ্ণ

ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেফতার


ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেফতার


তেজগাঁও থানা পুলিশ রাজধানীর বনানীতে অবস্থিত তার বাসা থেকে সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও উপদেষ্টা মণ্ডলীর সভাপতি হিসেবে পরিচিত এই বিশিষ্ট লেখককে গ্রেফতারের বিষয়টি তেজগাঁও থানার একটি সূত্র নিশ্চিত করেছে।

শাহরিয়ার কবির বাংলাদেশের একজন সুপরিচিত লেখক, বিশেষ করে শিশুসাহিত্যের জন্য তিনি ব্যাপক প্রশংসিত। মানবাধিকার, সাম্যবাদ, মৌলবাদ, ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ-কেন্দ্রিক ৭০টিরও বেশি বই লিখেছেন তিনি। তার সাহিত্যিক অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৫ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

১৯৯২ সাল থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে যুক্ত হওয়ার পর ১৯৯৪ সালে জাহানারা ইমামের মৃত্যুর পর কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন শাহরিয়ার কবির।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫