|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ১১:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০২:০২ অপরাহ্ণ

সাংবাদিক হামলার ঘটনায় প্রধান আসামি জামাই ফারুক গ্রেপ্তার


সাংবাদিক হামলার ঘটনায় প্রধান আসামি জামাই ফারুক গ্রেপ্তার


ফেনী প্রতিনিধি:-

 

দৈনিক ইনকিলাব পত্রিকায় বালু লুটের সংবাদ প্রকাশের জেরে ফেনীতে এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ওমর ফারুক ওরফে জামাই ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে ফেনী সদর উপজেলার লালপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 

ফেনীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা জানান, ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নে ইরা কোম্পানির বালু লুটের ঘটনা নিয়ে তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইনকিলাব। এ সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে গত ২৬ ফেব্রুয়ারি সিলোনিয়া মাদরাসার সামনে ইনকিলাবের সাংবাদিক ওমর ফারুকের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলার নেতৃত্ব দেন জামাই ফারুক। ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক নিজেই ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন, যেখানে জামাই ফারুককে প্রধান আসামি করা হয় এবং আরও ৯ জনের নাম উল্লেখ করা হয়।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, জামাই ফারুক ফেনী সদর উপজেলার পূর্ব গোবিন্দপুর এলাকার বাসিন্দা এবং সাবেক যুবদল নেতা। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় হত্যা, ধর্ষণ, লুটপাট ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘ সময় প্রবাসে থাকার পর দেশে ফিরে আবারো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত হন।
 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, জামাই ফারুকের বিরুদ্ধে কতগুলো মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫