ইউক্রেন সংকট নিয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা ‘রুশ ইচ্ছাপত্র’ নয় : যুক্তরাষ্ট্র
ইউক্রেনের চলমান সংঘাত নিরসনে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২৮ দফা পরিকল্পনা রাশিয়ার কোনো ‘ইচ্ছাপত্র’ নয় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। শনিবার একদল মার্কিন সিনেটরের অভিযোগ প্রত্যাখ্যান করে এ বক্তব্য জানানো হয়।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, কিছু সিনেটর দাবি করেছেন যে শনিবার সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং জানান— ট্রাম্প আসলে রাশিয়ার ইচ্ছা অনুযায়ী একটি পরিকল্পনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
তবে বিষয়টি অস্বীকার করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, “এই দাবি সম্পূর্ণ মিথ্যা। রুবিওসহ পুরো প্রশাসন বারবার পরিষ্কার করেছে যে পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের নিজস্ব উদ্যোগে তৈরি। এতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে।”
সূত্র: বাসস
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫