|
প্রিন্টের সময়কালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ০৭:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ০৪:১৮ অপরাহ্ণ

খাগড়াছড়িতে ইট ভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল


খাগড়াছড়িতে ইট ভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল


ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি:

 



 

খাগড়াছড়ি জেলায় ইট ভাটা চালুর দাবিতে শ্রমিক ও মালিকরা রবিবার (২১ ডিসেম্বর) সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। শাপলা চত্বর থেকে শুরু হওয়া মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়, যেখানে তারা অবস্থান করে জেলা প্রশাসনের নিকট স্বারক লিপি প্রদান করেন।

 


 

বিক্ষোভকারীরা জানান, চলতি মৌসুমে জেলার কোনো ইটভাটা চালু না থাকায় জেলায় তীব্র ইট সংকট দেখা দিয়েছে। এর ফলে সরকারি উন্নয়ন কার্যক্রম থমকে গেছে এবং ইটভাটা সংশ্লিষ্ট হাজার হাজার শ্রমিক অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তারা প্রশাসনকে অনুরোধ করেন যাতে পরিবেশ সংক্রান্ত সকল নিয়ম মেনে ইটভাটা পরিচালনার অনুমতি দেওয়া হয়।

 


 

বিক্ষোভ মিছিলে খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মাহবুব আলম সবুজ, উপজাতি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রিপ রিপ চাকমা, ট্রাক্টর চালক কল্যাণ সমিতির সভাপতি মোঃ ইব্রাহিম সহ বিভিন্ন শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


 

জেলা প্রশাসন পূর্বে পরিবেশ মন্ত্রণালয় ও উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জেলার সব ইটভাটা বন্ধ রাখার গণবিজ্ঞপ্তি জারি করেছিল।
 

এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেন, "পরিবেশের কথা বিবেচনা করে ইট ভাটা চালুর বিষয়টি সরকারকে জানানো হবে এবং দ্রুত সমাধান নিশ্চিত করা হবে।"
 

সড়ক অবরোধের কারণে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চলাচল বন্ধ থাকলেও ছোট যানবাহন বিকল্প পথে চলাচল করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫