সংবাদ সম্মেলনে গাইবান্ধার খোলাহাটি ইউনিয়ন বিএনপির কমিটি বাতিল দাবি
ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন বিএনপির মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল করে দলের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচনের দাবি জানানো হয়েছে। গাইবান্ধা প্রেসক্লাবে শনিবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে খোলাহাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির যুববিষয়ক সম্পাদক, জেলা যুবদলের দপ্তর সম্পাদক ও সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নোমান সরকার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ২০১৯ সালে ৯০ দিনের জন্য মোস্তফা কামাল আহ্বায়ক ও সাইদুর রহমানকে সদস্য সচিব করে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়। এর পূর্বেও ৪ বছর তারাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব ছিলেন। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে আঁতাত করে তাঁরা সব সুযোগ-সুবিধা ভোগ করেছেন। সদর উপজেলা বিএনপি কয়েকটি ইউনিয়নের আহ্বায়ক কমিটি একাধিকবার বিলুপ্ত করলেও অদৃশ্য কারণে খোলাহাটি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়নি। এ নিয়ে ইতোপূর্বে জেলা ও থানা বিএনপি নেতৃবৃন্দের বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। অথচ আগামী ১৫ ফেব্রুয়ারি বিতর্কিত কমিটির মাধ্যমে সম্মেলন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে অযোগ্য মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল করে যারা কাউন্সিলে প্রার্থী হবেন না- এমন ব্যক্তিদের দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। দলের গঠনতন্ত্র ওয়ার্ড পর্যায় থেকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ওয়ার্ড কমিটির মাধ্যমে ইউনিয়ন কাউন্সিল করে যোগ্য নেতৃত্ব নির্বাচনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খোলাহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. জিল্লুর রহমান, ইউনিয়ন যুবদলের সিনিয়র সদস্য স্বপন মিয়া, সদস্য জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ড বিএনপি নেতা রুবেল মিয়া, নুর মোহাম্মদ ডলার, পলাশ মিয়া, সরফরাজ সরকার, ওয়ার্ড যুবদলের সদস্য মো. নিশান মিয়া, কামরুল হাসানসহ ইউনিয়নের নেতৃবৃন্দ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫