|
প্রিন্টের সময়কালঃ ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ আগu ২০২৫ ০২:৩৮ অপরাহ্ণ

ঈশ্বরদীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার


ঈশ্বরদীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার


মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):-

 

পাবনার ঈশ্বরদীতে শারমিন আক্তার লিমা (২৫) নামের এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামে। এ ঘটনায় নিহতের স্বামী আশিকুর রহমান শাওনকে রোববার সকালে পুলিশ আটক করেছে।
 

নিহত লিমা ওই গ্রামের আশিকুর রহমান শাওনের স্ত্রী এবং পার্শ্ববর্তী জয়নগর গ্রামের মৃত আদম আলী মণ্ডলের মেয়ে। ছয় বছর আগে শাওনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
 

নিহতের ভাই রাজন আলী অভিযোগ করে বলেন, "আমার বোনকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। পরে রাত ৩টার দিকে ফোন করে আমাকে বলা হয় লিমা আত্মহত্যা করেছে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখি, মরদেহ খাটের ওপর শুইয়ে রাখা হয়েছে আর শাওন পাশে বসে আছে।"
 

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দাম্পত্য কলহ নিয়ে লিমা ও শাওনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার শালিস বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।
 

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাকিউল আযম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্ত্রী হত্যার অভিযোগে শাওনকে আটক করা হয়েছে।
 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর বলেন, প্রাথমিকভাবে জিডি অনুযায়ী ময়নাতদন্ত সম্পন্নের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগ তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এরপর এটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫