|
প্রিন্টের সময়কালঃ ০৬ এপ্রিল ২০২৫ ০৫:১০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ অক্টোবর ২০২৩ ১১:২৯ পূর্বাহ্ণ

গ্রামীণফোনের নেটওয়ার্ক দুর্বল হওয়ায় ভোগান্তিতে গ্রামীণ সিম ব্যবহারকারী


গ্রামীণফোনের নেটওয়ার্ক দুর্বল হওয়ায় ভোগান্তিতে গ্রামীণ সিম ব্যবহারকারী


সিরাজগঞ্জের তাড়াশে গ্রামীণফোনের নেটওয়ার্ক দুর্বল হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামীণ সিম ব্যবহারকারী গ্রাহকদের। এ সমস্যা খোদ পৌর শহরেই প্রকট আকার ধারন করেছে। প্রত্যন্ত গ্রাম এলাকার দশা আরও করুণ। 

জানা গেছে, মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক পেতে যেসব এলাকায় সমস্যা দেখা দিচ্ছে সেসব এলাকায় টাওয়ার স্থাপন করে নেটওয়ার্ক কাভারেজ দেওয়ার পরিকল্পনা রয়েছে। 

তাড়াশ সদরে স্থায়ীভাবে বসবাস করেন সগুনা ইউনিয়নের ধাপতেতুলিয়া গ্রামের বাসিন্দা এম মোতালেব হুসাইন মামুন। তিনি বলেন, পৌর শহরেও গ্রামীণ ফোনের নেটওয়ার্ক দুর্বল। গ্রামের বাড়িতে ভয়েস কল করারও দুষ্কর। বাড়িতে নেটওয়ার্ক পেতে আগের মতো এন্টেনা লাগানো ছাড়া কোনো উপায়ন্তর দেখছি না।
   

পৌর এলাকার আসানবাড়ী গ্রামের মোহাইমিন জয় নামে একজন উচ্চ মাধ্যমিকের ছাত্র বলেন, শহরে থেকে পড়ালেখা করি। বাড়িতে এসে অনলাইন প্রাইভেট প্রোগ্রামে পড়তে গ্রামীণফোনের নেটওয়ার্ক বিড়ম্বনায় পড়তে হয়। ঘরের মধ্যে নেটওয়ার্ক না পাওয়ায় কথাও বলা যায় না। তাড়াশ সদরের গ্রামীণফোন টাওয়ার থেকে এক কিলোমিটার দূরে আমাদের বাড়ি। তারপরও এই ভোগান্তি পোহাতে হচ্ছে। 

যতদিন নেটওয়ার্ক কাভারেজ ঠিক না হয় ভুক্তভোগী গ্রাহকদের কথা বলার জন্য এন্টেনা ও ইন্টারনেটের জন্য রাউটার ব্যবহারের পরামর্শ দিয়েছেন তাড়াশ গ্রামীণ ফোন সেন্টারের এজেন্ট সুদেব কুমার শুভ।

এ প্রসঙ্গে তাড়াশ-রায়গঞ্জ উপজেলার গ্রামীণফোনের ডিস্টিবিউশন ম্যানেজার খোরশেদ আলম দৈনিক ইত্তেফাককে বলেন, তাড়াশে যে সব এলাকাতে গ্রামীণফোনের আপলোড স্পিড ১৫ এমবিপিএস ও ডাউনলোড স্পিড ২০ এর কম সেসব এলাকায় টাওয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫