‘মির্জাপুর’-এর তৃতীয় সিজন মুক্তির তারিখ ঘোষনা

ভারতের সর্বাধিক জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকায় সবার ওপরেই থাকবে মির্জাপুরের নাম। পর পর দুটি সফল সিজনের পর ভক্তরা মুখিয়ে রয়েছে এর তৃতীয় সিজনের জন্য। কবে আসবে ক্রাইম-ড্রামা সিরিজ ‘মির্জাপুর থ্রি’? এই প্রশ্নই ঘুরছিল সিনেমাপ্রেমীদের মনে। নির্মাতারাও একের পর এক ধাঁধা দিয়ে ভক্তদের মুক্তির দিন বুঝে নেওয়ার কথা বলেছেন।
অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটতে চলেছে। ‘মির্জাপুর’-এর তৃতীয় সিজন মুক্তির তারিখ জানিয়েছে নির্মাতারা। আগামী ৫ জুলাই স্ট্রিমিং হবে মির্জাপুর-এর তৃতীয় সিজন। সম্প্রতি নিজেদের জনপ্রিয় তিন সিরিজ ‘মির্জাপুর’, ‘পঞ্চায়েত’, ‘পাতাললোক’ আনার ঘোষণা দেয় আমাজন প্রাইম ভিডিও।
এরপর থেকেই তারিখের অপেক্ষায় ছিলেন ভক্তরা। ‘পঞ্চায়েত’ মুক্তির পর এবার জানা গেল ‘মির্জাপুর থ্রি’র মুক্তির তারিখ। তারিখ ঘোষণা করে অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি নতুন পোস্টার প্রকাশ করেছে প্রাইম ভিডিও। পোস্টারটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘মির্জাপুর সিজন ৩ মুক্তির প্রস্তুতি শেষ।
তারিখটি এখনই লিখে রাখুন। মির্জাপুর প্রাইমে আসছে আগামী ৫ জুলাই।’ মির্জাপুরের প্রথম সিজনটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ১৬ নভেম্বর। প্রথম সিজনেই বাজিমাত করে সিরিজটি। এরপর দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছিল ২০২০ সালের অক্টোবরে। গতবছর ডিসেম্বর মাসে এর তৃতীয় সিজনের শুটিং শেষ হয়। এতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, দিব্যেন্দু, রাসিকা দুগ্গল এবং শ্বেতা ত্রিপাঠির মতো তারকা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫