|
প্রিন্টের সময়কালঃ ০৩ মার্চ ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৫ ০৭:৩৮ অপরাহ্ণ

বশেমুরবিপ্রবিতে সমন্বয়কদের ওপর হামলা: তদন্ত কমিটির অপারগতা ও পদত্যাগ


বশেমুরবিপ্রবিতে সমন্বয়কদের ওপর হামলা: তদন্ত কমিটির অপারগতা ও পদত্যাগ


ঢাকা প্রেস,গোপালগঞ্জ প্রতিনিধি:-

 

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটির কার্যক্রম পরিচালনায় অপারগতা প্রকাশ করেছেন কমিটির সভাপতি এবং সদস্য সচিব। এর পরিপ্রেক্ষিতে রোববার রাতে তারা রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
 

সোমবার (২৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।
 

জানা যায়, গত ২৫ জানুয়ারি পরীক্ষা শেষে ইতিহাস বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগের কর্মী শরিফুল ইসলাম সোহাগ বাইরে বের হলে সমন্বয়করাসহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করেন। পরে সোহাগের অনুসারী ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান। এ ঘটনায় দুই সমন্বয়কসহ মোট চারজন আহত হন।
 

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন আব্দুল্লাহ আল আসাদকে সভাপতি এবং শেখ রাসেল হলের প্রভোস্ট মো. শাহাবুদ্দিনকে সদস্য সচিব করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটিকে তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
 

তবে তদন্ত কার্যক্রম পরিচালনায় অপারগতা প্রকাশ করে রোববার রাতে পদত্যাগপত্র জমা দেন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল আসাদ এবং সদস্য সচিব মো. শাহাবুদ্দিন।
 

এ বিষয়ে কমিটির সভাপতি আব্দুল্লাহ আল আসাদ বলেন, "আমি শারীরিকভাবে অসুস্থ। ফলে তদন্ত কাজ পরিচালনা করা সম্ভব নয়। এ কারণেই রেজিস্ট্রারের কাছে আমার অপারগতার কথা জানিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি।"
 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান বলেন, "তদন্ত কমিটির প্রধান ও সদস্য সচিব তদন্তে অপারগতা জানিয়ে পদত্যাগ করেছেন। বিষয়টি উপাচার্যকে জানানো হবে। তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫