ড. ইউনূসের দেশে ফেরা: তরুণদের প্রতি কৃতজ্ঞতা

ঢাকা প্রেস নিউজ
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার বেলা ২:১০ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানাতে ভিড় জমায়। সেনাবাহিনীর প্রধান, তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, সুশীল সমাজের প্রতিনিধি এবং অনেকেই তাঁর সঙ্গে দেখা করেন।
বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সামনে ড. ইউনূস বলেন, “আজ বাংলাদেশে একটি নতুন বিজয়ের সূচনা হয়েছে। এই বিপ্লবের পেছনে তরুণ সমাজের অবদান অসামান্য। তাদের প্রতি আমরা সকলেই কৃতজ্ঞ।” কান্নাজড়িত কণ্ঠে তিনি তরুণদের প্রতি এই শ্রদ্ধা জানান।
দেশের চলমান অস্থির পরিস্থিতির প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “আপনারা আমার ওপর আস্থা রাখুন। কোনো হিংসা বা সংঘর্ষের ঘটনা ঘটবে না।” বক্তব্যের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫