|
প্রিন্টের সময়কালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩২ অপরাহ্ণ

বিএনপির সিইসির সঙ্গে বৈঠক: যা বললেন নজরুল ইসলাম খান


বিএনপির সিইসির সঙ্গে বৈঠক: যা বললেন নজরুল ইসলাম খান


ঢাকা প্রেস নিউজ

 

বিএনপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক শেষে রোববার সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, নির্বাচন কমিশনের কার্যক্রমে তারা সন্তুষ্ট। তিনি বলেন, নির্বাচনের সময়সূচী ঘোষণার দায়িত্ব বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের। কারণ, দেশের কার্যকরী প্রশাসন সংবিধান এবং প্রচলিত আইনের ভিত্তিতে পরিচালিত হচ্ছে না।
 

নজরুল ইসলাম খান আরও জানান, আগামীকাল তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে আলোচনা করবেন।
 

তিনি বলেন, “নির্বাচন কমিশনের হাতে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। যেহেতু বর্তমান সরকার সংবিধান-আইনের আওতায় নেই, তাই নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করবে সরকারের অনুরোধ ও রাজনৈতিক মতামতের ভিত্তিতে।”
 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের। অর্থাৎ, নির্বাচন কখন হবে তা সরকার জানাবে, তবে তফসিল ঘোষণার কাজ নির্বাচন কমিশনের।”
 

নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে তিনি আরও বলেন, “আমরা জানি, প্রায় ৩০ লাখ নতুন ভোটার আগামী দিনে যুক্ত হবে। যারা ভোটার তালিকায় বাদ পড়েছিল, তারা এখন অন্তর্ভুক্ত হবে। মৃত ব্যক্তির তালিকা বাদ পড়বে, যা ইউনিয়ন পরিষদের মৃত্যু নিবন্ধনের মাধ্যমে হালনাগাদ করা হয়েছে।”
 

নজরুল ইসলাম খান জানান, যদি মে বা জুন মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়, তবে প্রয়োজনীয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে শিগগিরই জাতীয় নির্বাচন আয়োজন করা হবে।
 

এ বিষয়ে বিএনপি সন্তুষ্ট কি না, জানতে চাইলে তিনি বলেন, “আইন অনুযায়ী নির্বাচন কমিশন যা করছে, তাতে আমরা সন্তুষ্ট।”
 

বিকেল সাড়ে ৩টায় আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫