|
প্রিন্টের সময়কালঃ ১০ জানুয়ারি ২০২৫ ০৩:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৫ ০৬:৩১ অপরাহ্ণ

এইচএমপিভি ছড়িয়ে পড়ছে, ভারতে সতর্কতা জারি


এইচএমপিভি ছড়িয়ে পড়ছে, ভারতে সতর্কতা জারি


ঢাকা প্রেস.আন্তর্জাতিক ডেস্ক:-

 

চীনে উৎপত্তি হওয়া নতুন ভাইরাস, এইচএমপিভি, এখন প্রতিবেশী দেশ ভারতেও পৌঁছে গেছে। ভারতে এই ভাইরাসে আক্রান্ত বেশ কয়েকটি শিশুর সন্ধান পাওয়া গেছে। ফলে মহারাষ্ট্র ও কর্নাটকসহ দেশের বেশ কিছু রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।
 

মঙ্গলবার (৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
 

প্রতিবেদনে বলা হয়, সোমবার ভারতের কর্নাটক, তামিলনাড়ু এবং গুজরাটে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত পাঁচ শিশুর খোঁজ পাওয়া গেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উদ্বেগের কোনো কারণ নেই।
 

এছাড়া, সোমবারই কর্নাটক, গুজরাট এবং মহারাষ্ট্রসহ অন্যান্য রাজ্য সরকার সতর্কতা জারি করে জনগণকে আশ্বস্ত করেছে যে, আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। ভারত সরকার ইতোমধ্যে রাজধানী দিল্লির সব হাসপাতালকে শ্বাসযন্ত্রের অসুস্থতার সম্ভাব্য বৃদ্ধি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।
 

এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ এড়াতে জনগণকে কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যেমন—হাঁচি বা কাশি দেওয়ার সময় নাক-মুখ ঢেকে রাখা, মাস্ক পরা, একাধিকবার একই রুমাল ব্যবহার না করা, সাবান ও স্যানিটাইজার ব্যবহার করা এবং অসুস্থ ব্যক্তির কাছ থেকে দূরে থাকা।
 

কিছু বিশেষজ্ঞের মতে, এই ভাইরাসের উপসর্গ এবং সংক্রমণের ধরন কোভিড-১৯ বা করোনাভাইরাসের সঙ্গে কিছুটা মিল রয়েছে, তাই এটি করোনার মতো দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, বিশেষত বয়স্করা এবং শিশুরা এই ভাইরাসের সংক্রমণের জন্য অধিক ঝুঁকির মধ্যে রয়েছে। ২০২০ সালের করোনা মহামারির পর এইচএমপিভি একটি নতুন স্বাস্থ্য সংকট সৃষ্টি করতে পারে।

তারা আরো বলছেন, এই ভাইরাসের সংক্রমণ ঠান্ডা, জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ তৈরি করতে পারে, যা গুরুতর অবস্থায় নিউমোনিয়া পর্যন্ত নিয়ে যেতে পারে। শীতের এই সময়ের মধ্যে ভাইরাসটি যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, তা হলে আরো দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫