গাইবান্ধায় বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-
গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে সোমবার স্থানীয় ইনডোর স্টেডিয়ামে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়। যৌথ কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। কর্মীসভায় জেলার সাত উপজেলার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সঞ্চালনায় যৌথ কর্মীসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সাবেক এমপি সাইফুল আলম সাজা, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, কাজী আমিরুল ইসলাম ফকু, মাহমুদুল ইসলাম প্রামানিক, মোস্তাক আহমেদ মোস্তাক, আব্দুর রাজ্জাক ভুটটু, শাহজালাল সরকার খোকন, খন্দকার জাকারিয়া জিম প্রমুখ।
বক্তারা কর্মীসভায় সংগঠনকে শক্তিশালী করতে সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫