|
প্রিন্টের সময়কালঃ ২১ এপ্রিল ২০২৫ ০৬:১২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৬:৫৯ অপরাহ্ণ

যশোরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের বাড়িতে পুলিশের অভিযান


যশোরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের বাড়িতে পুলিশের অভিযান


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

যশোরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। রোববার (আজ) দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ একাধিক শীর্ষ নেতার বাড়িতে একযোগে অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে আটক করা হয়নি কিংবা কোনো কিছু উদ্ধারও করা যায়নি।
 

পুলিশ দাবি করেছে, দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, বরং বিভিন্ন মামলার আসামিদের ধরতে এবং মাদক ও অস্ত্র উদ্ধারের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, ডিবি পুলিশের দুটি এবং থানা পুলিশের পাঁচটি গাড়িতে করে একটি দল প্রথমে যশোর শহরের কাঁঠাতলা এলাকায় অবস্থিত শাহীন চাকলাদারের বাড়িতে যায়। উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন এই বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে ওই বাড়িতে কেউ বাস করেন না। পুলিশ সেখানে সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে কথা বলে ঘটনাস্থল ত্যাগ করে।
 

এরপর পুলিশ দলটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলনের বাড়ি, কদমতলায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েলের বাড়ি এবং কাজীপাড়ায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহসভাপতি সাইফুজ্জামান পিকুল ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাড়িতে অভিযান চালায়। কোনো বাড়ি থেকেই কাউকে আটক করা সম্ভব হয়নি।
 

যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েলের ভাবি জ্যোৎস্না বেগম বলেন, “পুলিশ আমাদের বাসায় এসেছিল। জুয়েলের খোঁজখবর নিয়েছে, তবে কাউকে হয়রানি করেনি।”
 

অভিযানে অংশ নেওয়া পুলিশের একজন কর্মকর্তা জানান, “নেতাকর্মীদের বাড়িতে বিভিন্ন মামলার আসামিরা লুকিয়ে আছে—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে। কাউকে পাওয়া যায়নি, তবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”
 

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, “দলীয় পরিচয়ে নয়, মামলার আসামি ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে এসব অভিযান পরিচালিত হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক বা কিছু উদ্ধার করা যায়নি।”
 

অন্যদিকে, আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করেছেন, “সারাদেশে ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগের কর্মীরা আন্দোলন করছে। শনিবারের মিছিল বন্ধে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশ দেন। এই প্রেক্ষিতে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়াতেই এ ধরনের অভিযান চালানো হচ্ছে।”
 

এদিকে, হঠাৎ পুলিশি অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযানের সময় নেতাদের বাড়ির সামনে কৌতূহলী জনতার ভিড়ও লক্ষ্য করা গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫