সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক:-
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যেই সিলেটে পৌঁছেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজ শুরুর আগে প্রস্তুতিতে কোনো খামতি রাখেনি টাইগাররা। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।
ম্যাচের আগের দিন, ঐতিহ্য অনুযায়ী সিরিজের ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক। যদিও একসময় বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বৈরথ ছিল বেশ উত্তেজনাপূর্ণ, সময়ের পরিক্রমায় সেই আকর্ষণ কিছুটা কমে এসেছে।
এবারের সিরিজের সম্প্রচারে অনাগ্রহ দেখিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো। সংকটকালীন সময়ে এগিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), যারা বিনামূল্যে সম্প্রচার করবে পুরো সিরিজ।
দর্শকদের মাঠমুখী করতে কমিয়ে আনা হয়েছে টিকিটের মূল্যও। সর্বনিম্ন ৫০ টাকা মূল্যে খেলা উপভোগ করা যাবে শহীদ তুরাব স্ট্যান্ড, ইস্টার্ন গ্যালারি (৩ নম্বর গেট) এবং গ্রিন হিল এরিয়া থেকে। অন্যদিকে, গ্র্যান্ড স্ট্যান্ডের সর্বোচ্চ টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। ক্লাব হাউসের টিকিট মিলবে ২৫০ টাকায় এবং ইস্টার্ন গ্যালারির (২ নম্বর গেট) জন্য টিকিট মূল্য ১৫০ টাকা।
প্রথম টেস্ট শেষে, দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫