গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ

প্রকাশকালঃ ০১ অক্টোবর ২০২৪ ১২:২১ অপরাহ্ণ ৫১৩ বার পঠিত
গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে মুম্বাইয়ের জুহুর বাসা থেকে বের হওয়ার সময় নিজের লাইসেন্স করা রিভলভারের গুলি তার পায়ে আঘাত করে বলে জানিয়েছেন তার ম্যানেজার ও পুলিশ। তবে এ ঘটনায় অভিনেতা কোনো অভিযোগ দায়ের করেননি বলে জানান তিনি।  ৬০ বছর বয়সী এই অভিনেতাকে প্রথমে বাসার কাছের একটি হাসপাতালে নেওয়া হয়।

 

পরে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান। গোবিন্দর ম্যানেজার বলেন, কলকাতায় একটি শো-এর জন্য আমাদের সকাল ৬টায় ফ্লাইট ছিল এবং আমি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম। গোবিন্দ যখন বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হচ্ছিলেন তখনই দুর্ঘটনাটি ঘটে। তিনি আরো বলেন, রিভলভারটি আলমারিতে রাখার সময় নিচে পড়ে যায় এবং ভুলবশত গুলি বের হয়ে যায়। তবে ঈশ্বরের অনুগ্রহ যে গোবিন্দ শুধু পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং আঘাতটি গুরুতর না।