হাতিয়ায় নৌবাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণ দুর্গাপূজা বিসর্জন

প্রকাশকালঃ ১৩ অক্টোবর ২০২৪ ১২:৩৯ অপরাহ্ণ ৫৭৯ বার পঠিত
হাতিয়ায় নৌবাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণ দুর্গাপূজা বিসর্জন

ঢাকা প্রেস
হাতিয়া প্রতিনিধি:-

 

নোয়াখালী হাতিয়ায় নৌবাহিনীর নিরাপত্তায় ৩৩টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।
 

গত রোববার (১৩ অক্টোবর), হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় অবস্থিত ৩৩টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল। এমনকি বিচ্ছিন্ন চরাঞ্চলেও কয়েকটি মণ্ডপে এই পূজা উদযাপন করা হয়েছে। সকাল থেকেই হিন্দু ধর্মালম্বীরা পূজার আনুষ্ঠানিকতা শুরু করেন এবং বেলা ১১টায় একযোগে সকল মণ্ডপে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

 

প্রতিমা বিসর্জনের সময় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য নৌবাহিনীর সদস্যরা সকাল থেকেই বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব পালন করেন। গত চারদিন ধরে তারা মোবাইল টিমের মাধ্যমে পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন। বিশেষ করে শেষ দিনে প্রতিমা বিসর্জনের সময় তারা বিভিন্ন মণ্ডপে অবস্থান করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন। প্রতিটি পূজামণ্ডপে দুইজন পুলিশ ও পাঁচজন আনসার সদস্যও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছেন।

 

নৌবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে হাতিয়ায় দুর্গাপূজা উৎসব অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।